রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শরণখোলায় গাছচাপায় প্রবাসীর মৃত্যু 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলায় গাছচাপায় প্রবাসীর মৃত্যু 

বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে গাছচাপা পড়ে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার কদমতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাফর হাওলাদার কাতার থেকে তিনমাস আগে বাড়িতে আসেন। মঙ্গলবার (৪ জুলাই) জাফর হাওলাদার শ্রমিক হিসেবে পাশের বাড়ির একটি চাম্বল গাছ কেটে দিতে যান। 

গাছ কাটার শেষ পর্যায়ে দড়ি দিয়ে টান দিলে মুহূর্তেই তিনি গাছটির নিচে চাপা পড়েন। শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের চিকিৎসক ইশরাত জাহান জানান, মাথায় গুরুতর আঘাতে মগজ বের হয়ে যাওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ